জতুগৃহ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
জতু (লাক্ষা) নির্মিত একটি ঘর বিশেষ।
মহাভারতের মতে–
দুর্যোধন পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য,
বারণাবতে এই জতুগৃহ নির্মাণ করে সেখানে পাণ্ডবদের পাঠান।
এই পরিকল্পনায় আরও যাঁরা ছিলেন,
তাঁরা হলেন–
ধৃতরাষ্ট্র,
দুঃশাসন,
কর্ণ,
শকুনি প্রমুখ।
দুর্যোধনের মন্ত্রী পুরোচনের উপর এই ঘরে অগ্নি সংযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল।
কিন্তু বিদুর পূর্বেই যুধিষ্ঠিরকে এই বিষয়টি অবগত করান।
বিদুরের প্রেরিত খননকারীর সাহায্যে পাণ্ডবেরা ঘরের ভিতর থেকে নিকটবর্তী নদীতীর
পর্যন্ত একটি সুড়ঙ্গ খনন করান।
এই ঘরে একবৎসর বসবাস করার পর,
একদিন কুন্তী একটি ভোজসভার ব্যবস্থা করেন।
এরপর গভীর রাতে পাণ্ডবেরা এই গৃহে অগ্নি সংযোগ করে,
বিদুরের পাঠানো নৌকায় নদী পার হয়ে পলায়ন করেন।
এই সময় দুর্যোধনের নির্বাচিত অগ্নিপ্রদানকারী পুরোচন,
তাঁর পাঁচ পুত্র ও এক হাতীর মাহুত অতিরিক্ত মদ্যপানজনীত কারণে এই ঘরে গভীর ঘুমে
ছিলেন এবং এঁরা সকলেই পুড়ে মারা যান।