কুরু
হিন্দু পৌরাণিক কাহিনি মতে মহারাজ সংবরণের ঔরসে সূর্যকন্যা তপতীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন। মহাভারতের মতে এঁর স্ত্রীর নাম ছিল শুভাঙ্গী এদের পুত্রের নাম ছিল বিদুরথ

ইনি অত্যন্ত ধার্মিক ছিলেন ইনি বহু বৎসর কুরুজাঙ্গাল নামক স্থানে কঠোর তপস্যা করেন পরবর্তী সময়ে এই স্থান কুরুক্ষেত্র  নামে পরিচিতি লাভ করে এবং তাঁর থেকেই কৌরব বংশের সূচনা হয় একবার কুরু কুরুজাঙ্গালে চাষ করা শুরু করলে, ইন্দ্র এর কারণ জিজ্ঞাসা করার জন্য তাঁর সম্মুখে আসেন কুরু উত্তর করেন যে, এই স্থানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে স্বর্গলাভ করবে এই কথা শুনে দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কারণ, সকল মানুষ যদি কুরুক্ষেত্রে এসে মৃত্যুবরণ করেন, তবে স্বর্গলাভের জন্য কেউ আর দেবতাদের পূজা দেবে না তাই দেবতারা ইন্দ্রকে বলেন যে, তিনি যেন কুরুকে বর দিয়ে এই কাজ থেকে বিরত করেন ইন্দ্র সেইমত উক্ত ক্ষেত্র চাষ করতে নিষেধ করেন এবং বিনিময়ে বর দেন যে যে ব্যক্তি এই স্থানে উপবাসে, তপস্যায় বা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করবে সে স্বর্গলাভ করবে কুরু এতে সম্মত হন এই স্থানটি পরবর্তী সময়ে কুরুক্ষেত্র  নামে পরিচিতি লাভ করে