মৈনাক
হিন্দু পৌরাণিক কাহিনি মতে হিমালয়ের ঔরসে মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মেনকার পুত্র বলে, ইনি মৈনাক নাম প্রাপ্ত হয়েছিলেন প্রাচীনকালে সকল পর্বতের পাখা থাকতো এই পাখায় ভর করে, এরা পাখির মত তারা চারিদিকে শূন্যপথে ভ্রমণ করতো কিন্তু কোথাও এরা মাটিতে বসলে, এদের চাপে মানুষসহ অন্যান্য জীবজন্তু মৃত্যুবরণ করতো এই কারণে দেবতা ও ঋষিরা এই পর্বতদের কারণে সবসময় ভয়ে ভয়ে কাটাতেন এর প্রতিকারের জন্য ইন্দ্র সকল পর্বতের পাখা কেটে দেওয়া শুরু করেন।  এই সময় মৈনাক পবনদেবের সহায়তায় সাগরতলে আশ্রয় গ্রহণ করেন এই কারণে, ইনি ইন্দ্রের হাত থেকে রক্ষা পান হনুমানের সাগর লঙ্ঘনের সময় পবনদেবের উপকারের কথা স্মরণ করে তাঁর বিশ্রামের জন্য মৈনাক জল থেকে উঠে হয়ে হনুমানকে তাঁর উপর বিশ্রাম করতে বলেন কিন্তু হনুমান তাঁকে হাত দিয়ে স্পর্শ করে মৈনাককে ধন্যবাদ জানিয়ে চলে যান