নারাচ হিন্দু পৌরাণিক অস্ত্র। যে নরসমূহ গ্রাস করে এই অর্থে নারাচ। এটি লৌহময় নিক্ষেপযোগ্য অস্ত্র বিশেষ। এই অস্ত্রের উভয় পার্শ্বই ছিল অত্যন্ত ধারাল। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অস্ত্র ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। উল্লেখ্য এর অপর নাম অস্ত্রসায়ক।