নারায়ণ
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে–
বিষ্ণুই নারায়ণ হিসাবে বিবেচিত হয়ে থাকেন।
কথিত আছে–
সৃষ্টির আদিতে সমগ্র চরাচর জলমগ্ন ছিল।
এই অনন্ত জলরাশির উপর বিষ্ণু শায়িত ছিলেন।
নার শব্দের অর্থ জল।
সে কারণে নার বা জলের উপর শায়িত ছিলেন বলেন- ইনি নারায়ণ নামে খ্যাত হন।
মহাভারতের শুরু হয়েছে
নারায়ণকে নমস্কার করে জয় উচ্চারণের
নির্দেশ রয়েছে।
[সূত্র: মহাভারত: আদিপর্ব।
অনুক্রমণিকাধ্যায়]