নরকাসুর
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
জনৈক অসুর বিশেষ ইনি ছিলেন পৃথিবীর পুত্র উল্লেখ্য নরকাসুর অদিতির কর্ণকুণ্ডল চুরি করে প্রাগ্‌জ্যোতিষপুরের একটি দুর্গে রেখে আসেন দেবতারা কৃষ্ণের কাছে এই অভিযোগ করলে কৃষ্ণ উক্ত অসুরকে হত্যা করে উক্ত কুণ্ডল উদ্ধার করেন এই অসুর দেবতাদের পরম শত্রু  ছিলেন ইনি একবার হাতির রূপ ধরে বিশ্বকর্মার কন্যাকে অপহরণ করে ধর্ষণ করেন পরে ইনি গন্ধর্ব, মানুষ ও দেবকন্যা ও অপ্সরাদের অপহরণ করে প্রাগ্‌জ্যোতিষপুরে বন্দী করে রাখেন অপহৃত মোট কন্যার সংখ্যা ছিল ১৬ হাজার কথিত আছে কৃষ্ণ এই অসুরকে হত্যা করার পর তাঁদের বিবাহ করেন