নরমেধ
হিন্দু ধর্মাচারে এক প্রকার যজ্ঞ বিশেষ।
এই যজ্ঞে নরকে (পুরুষ মানুষ) বলির পশু হিসাবে ব্যবহার করা হয়।
সেই কারণে,
এটি নরমেধ যজ্ঞ
নামে অভিহিত করা হয়।
৪০ দিন ব্যাপী এই যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে।
এই যজ্ঞ অম্বরীষ,
হরিশ্চন্দ্র ও
যযাতি করেছিলেন।
বর্তমানে এই যজ্ঞ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।