পিশাচ
হিন্দু পৌরাণিক সত্তা। এদের অবস্থান রাক্ষসদের চেয়ে নিচে।
এরা মানুষকে বিপথে বা বিপদে ফেলার চেষ্টা করে থাকে।
এদের বিচরণস্থান শ্মশান এবং খাদ্য মৃতদেহ।
ব্রাহ্মণ ও মহাভারতের মতে- ব্রহ্মা যে জলবিন্দু হতে দেবতা,
মানুষ,
গন্ধর্ব
ইত্যাদি সৃষ্টি করেন,
তাঁর যে সামান্য
অংশ অন্যস্থানে পতিত হয়,
সেখান থেকে
পিশাচ ও রাক্ষস সৃষ্টি হয়।
মনুর মতানুসারে এরা প্রজাপতি থেকে সৃষ্টি হয়েছিল।
পুরাণগুলোর মতে কশ্যপের ঔরসে ও তাঁর স্ত্রী ক্রোধবসার গর্ভে পিশাচদের জন্ম হয়।