সাধ্যগণ
১. হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
হরিবংশ মতে
দক্ষকন্যা ধর্মপত্নী সাধ্যার গর্ভে এঁদের জন্ম।
এঁরা ছিলেন সংখ্যায় বার জন।
এঁরা হলেন- মনঃ,
মনতা,
প্রাণ,
নর,
আপন,
বীর্যবান,
বিনির্ভয়,
নয়,
দংশ,
নারায়ণ,
বৃষ ও প্রমুঞ্চ।
অন্য মতে এঁরা তেরজন।
বিরাটপুত্র সোমসদগণ এঁদের পিতৃগণ।
মনুসংহিতার বর্ণনায় ব্রহ্মা এঁদের সৃষ্টি করেছিলেন।
ঋকবেদের প্রথম মণ্ডলে ১৬৪তম সূক্তের পঞ্চাশতম ঋকে সাধ্যদেবগণ ঋকের দেবতা নামে
উল্লেখ করা হয়েছে।
শতপথব্রাহ্মণের মতে এঁদের বাস দেবলোকের উপরিভাগে।
যাস্ক মতে এঁরা ভূবর্লোকবাসী।
২. দেবতাদের আটটি গণের একটি