শ্বেতাশ্বতর উপনিষদ
পদ্যে রচিত এই উপনিষদ ছয়টি অধ্যায়ে বিভাজিত। এই উপনিষদের শুরু হয়েছে বিশ্বের উপাদানসমূহের উৎপত্তি, প্রলয়ের পরে তার স্থিতি সম্পর্কিত প্রশ্নাবলি দিয়ে। এর দ্বিতীয় অধ্যায়ে যোগ বিষয়ক উপদেশ নির্দেশ পাওয়া যায়। তৃতীয় অধ্যায়ে পরমব্রহ্ম সম্পর্কিত আলোচনা। চতুর্থ অধ্যায়ে বৈদিক রুদ্র এবং পৌরাণিক শিবের তুলনামূলক আলোচনা। পঞ্চম অধ্যায়ে স্রষ্টা এবং জীবের ভিতরের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় হলো এই উপনিষদের উপসংহার।