স্থাণু
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে–
মহাদেবের অপর নাম স্থাণু।
আদিতে স্বায়ম্ভূব কল্পে আত্মসদৃশ
পুত্রলাভের চিন্তা করলেন, এর ফলে তাঁর শরীর থেকে নীললোহিত বর্ণের নামক একটি পুত্র
জন্মলাভ করে। জন্মগ্রহণের পরপরই এই পুত্রটি কাঁদতে শুরু করে। ব্রহ্মা এই কান্নার
কারণ জিজ্ঞাসা করলে, ইনি বলেন 'আমার নামকরণ করুন। ব্রহ্মা তাঁকে কান্না করতে নিষেধ
করে বললেন–
তোমার নাম রুদ্র। এরপর রুদ্র সাতবার
কাঁদলেন। ব্রহ্মা তাঁকে আরও সাতটি নাম দিলেন। এই নামগুলো হলো–
ভব, সর্ব, ঈশান, পশুপতি, ভীম, উগ্র ও
মহাদেব।
[সৃষ্টির
কথা,
মার্কেণ্ডেয় পুরাণ, এ. মুখার্জী অ্যান্ড, কোম্পানী প্রাইভেট লিমিটেড মাঘ ১৩৮৭]
আদিতে গায়ের রঙের বিচারে এঁকে নীলোহিত বলা হয়। ইনিও প্রজাসৃষ্টিতে ব্রহ্মাকে
সাহায্য করতেন। একবার তাঁকে
ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে নিষেধ করেন।
উত্তরে রুদ্র স্থিতোহস্মি (আমি বিরত হলাম) বাক্য উচ্চারণ করে–
প্রজা সৃষ্টি বন্ধ করেন।
এই উচ্চারণ করায় ইনি স্থাণু নামে প্রসিদ্ধ হন।
[
সৃষ্টিবর্ণন,
অনুক্রমণিকাধ্যায়, আদিপর্ব, মহাভারত]