সত্যযুগ
হিন্দু পৌরাণিক
কাল বিভাজনের প্রথম যুগ।
উল্লেখ্য অপর তিনটি যুগ হলো যথাক্রমে- ত্রেতা,
দ্বাপর ও কলি।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে (অক্ষয়তৃতীয়া) এই যুগের উৎপত্তি হয়।
এই যুগে বিষ্ণুর চারিটি অবতার (মৎস্য,
কুর্ম,
বরাহ ও নৃসিংহ) আবির্ভূত হয়েছিল।
বলা হয়ে থাকে যে,
এই যুগ
পাপশূন্য ছিল এবং এই যুগের সবাই সত্যবাদী ছিল।
সত্যযুগে মানবদেহ ২১ হাত পরিমিত লম্বা ছিল।
আর মানুষের আয়ু ছিল লক্ষ বৎসর পরিমাণ।