শূরসেন
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
যদু বংশের রাজা ছিলেন এঁর পিতা ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র বাসুদেব ইনি তাঁর বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাঁর প্রথম সন্তান কুন্তিভোজকে দান করবেন যথা সময়ে শূরসেনের একটি কন্যা সন্তান জন্মলাভ করলে, ইনি তাঁর নাম রাখেন পৃথা ইনি কুন্তিভোজকে এই কন্যা দান করে পালক-পিতা কুন্তিভোজের নামানুসারে এই কন্যা কুন্তী নামে পরিচিতা হন এঁর দ্বিতীয়া কন্যা শ্রুতশ্রবা'র সাথে চেদিরাজে বিবাহ হয়েছিল