উগ্র
১. শিবের আট প্রকার মূর্তির একটি প্রকার বিশেষ মরুত্ (বায়ু) এর মূর্তি উগ্র
২. বরাহ কল্পের একাদশ দ্বাপরে  মহাদেব গঙ্গাদ্বারে উগ্র নামে অবতীর্ণ হয়েছিলেন
৩ দেবাসুরের যুদ্ধে স্কন্দ দেবসেনা পদে নিয়োজিত হলে, মাতৃকা জটাধরা তার সাহাযার্থে কিছু সহচরকে প্রেরণ করেছিলেন উগ্র এঁদের একজন ছিলেন
৪.
মহিষাসুরের একজন সেনাপতি
৫.
ধৃতরাষ্টের শতপুত্রের একটি পুত্র