উগ্রচণ্ডী
হিন্দু পৌরাণিক কাহিনী মতে- দুর্গা দেবীর অপর নাম বা মূর্তি বিশেষ।
ইনি অষ্টদশ হস্তবিশিষ্ট।
আশ্বিন মাসের কৃষ্ণ
নবমীতে কোটি-যোগিনীর সাথে বির্ভূতা হয়ে মহিষাসুরের প্রথম মূর্তি বিনষ্ট করেন।
দক্ষ-যজ্ঞে পতি নিন্দা
সহ্য করতে না পেরে দেহত্যাগ করে ইনি উগ্রচণ্ডা রূপ নিয়ে কোটি-যোগিনী সহ শিবের
সঙ্গে মিলিত হন ও দক্ষযজ্ঞ নষ্ট করেন।
এর অপর নাম উগ্রচণ্ডা