উগ্রশ্রবাঃ
হিন্দু পৌরাণিক
কাহিনি অনুসারে দুটি উল্লেখযোগ্য চরিত্র পাওয়া যায়। এঁরা হলেন–
১.
রোমহর্ষণের পুত্র।
সূতজাতির সন্তান বলে
এঁর উপাধি ছিল সৌতি।
ইনি মূলত পুরাণের
গল্পই
বলে বেড়াতেন।
ইনি জনমেজয়ের সর্পযজ্ঞে
বৈশম্পায়নের মুখে মহাভারত শ্রবণ করেন।
পরে নিমিষারণ্যে
মুনিদের কাছে ইনি মহাভারত শোনান।
বিস্তারিত:
সৌতি।
[দেখুন :
নৈমিষারণ্যে সূতের
আগমন। অনুক্রমণিকাধ্যায়। মহাভারত]
২.
ধৃতরাষ্ট্রের একটি
পুত্রের নাম।