ভগীরথ
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
হিন্দু দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে–
দিলীপের পুত্র।
শৈশবে ইনি একখণ্ড মাংশপিণ্ডের মতো ছিলেন।
সে কারণে ইনি সরলভাবে দাঁড়াতে পারতেন না।
একবার অষ্টবক্রা মুনির সাথে দেখা হলে- ইনি মুনিকে দাঁড়িয়ে সম্মান দেখানোর জন্য
যথাসাধ্য চেষ্টা করলেন।
কিন্তু দাঁড়াতে অসমর্থ হলে- মুনি ভাবলেন যে,
ভগীরথ তাঁকে
ব্যঙ্গ করার জন্য এরূপ বিকলাঙ্গের ভান করছেন।
ফলে মুনি তাঁকে অভিশাপ দিয়ে বললেন- তাঁকে বিদ্রূপ করলে ভগীরথ বিকলাঙ্গই হবে,
আর যদি
তা না হয় তবে ভগীরথ সুস্থ হয়ে উঠবে।
এর ফলে ভগীরথ সুস্থ হয়ে উঠেন।
ভগীরথের উর্ধ্বতন
পঞ্চম পুরুষ সগররাজের ৬০,০০০
পুত্র কপিল মুনির অভিশাপে ভষ্মীভূত হলে,
ইনি স্বর্গ থেকে
গঙ্গা নদী এনে সেই ভষ্মে ছোঁয়ালে সগররাজের সকল পুত্রই জীবিত হয়ে ওঠেন। ব্রহ্মার
বরে গঙ্গা ভগীরথের জ্যেষ্ঠা দুহিতা হন।
সে কারণে,
গঙ্গার অপর নাম
হয় ভাগীরথী।