যক্ষ
১. হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
বানররাজ সুগ্রীবের একজন মন্ত্রী।
২. হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে– ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করে, পরে সেই জল রক্ষার জন্য প্রাণী সৃষ্টি করলেন। সেই প্রাণীদের একদল বলল- যক্ষামঃ, অর্থাৎ আমরা পূজা করব। অন্যদল বলল- রক্ষামঃ, অর্থাৎ আমরা রক্ষা করব। পরে ব্রহ্মার আদেশে- যাঁরা যক্ষামঃ বলেছিল– তারা যক্ষ হলো, আর যারা রক্ষামঃ বলেছিল– তারা হলো রাক্ষস। অন্য মতে ব্রহ্মা প্রজা সৃষ্টি কালে অত্যন্ত ক্ষুধার্ত হলে– ক্রোধের বশে অন্ধকারে আরো কিছু প্রজা সৃষ্টি করলেন। ফলে অন্ধকারের মধ্যে বিকৃত ক্ষুধার্ত প্রজার সৃষ্টি হলো। এরা ক্ষুধার্ত হয়ে ব্রহ্মাকে ভক্ষণ করতে উদ্যত হলে– একদল তাদেরকে নিষেধ করলো। যারা ভক্ষণ করতে চেয়েছিল তারা হলো যক্ষ, আর যারা রক্ষা করতে চেয়েছিল, তারা হলো– রাক্ষস। যক্ষরা কুবেরের অনুচর ছিল। এদের বর্ণ কালো, মুখ বিকৃত, পিঙ্গল বর্ণের চোখ, বিরাট পেট, দীর্ঘ কাঁধবিশিষ্ট। কারো কারো বর্ণ ছিল স্ফটিকের মতো।