যদু
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
চন্দ্রবংশীয় জনৈক রাজা

যযাতির ঔরসে ও দেবযানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।  শুক্রাচার্যের অভিশাপে যযাতি যখন জরাগ্রস্ত হন, তখন শুক্রাচার্যের পরামর্শেই যযাতি তাঁর পুত্রদের জরা গ্রহণ করতে বললে, ইনি জরা গ্রহণে অস্বীকার করেন ফলে ক্রুদ্ধ হয়ে যযাতি এঁকে অভিশাপ দিয়ে বলেন যে, তাঁর বংশে কেউই রাজ্যলাভ করবে না পরে এই শাপ দেওয়া সত্ত্বেও যযাতি যদুকে তাঁর রাজ্যের দক্ষিণাংশ দান করেন পরে যদু হতেই যাদবদের উৎপত্তি হয় এই বংশেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন।