যমলার্জুন
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  বৃন্দাবনে অবস্থিত অভিশপ্ত যমজ বৃক্ষদ্বয় এই গাছ দুটি ছিল অভিশপ্ত নলকুবের ও মণিগ্রীব

 নলকুবের ও মণিগ্রীব উভয়ই ছিলেন কুবের পুত্র। একবার নলকুবের এবং তার ভাই মণিগ্রীবের সাথে সুরাপানে মত্ত হয়ে, গঙ্গাজলে নগ্না রমণীদের সঙ্গে জলক্রীড়া করেছিলেন নারদ সেই সময় সেখানে এসে উপস্থিত হলে, নারীরা অভিশাপের ভয়ে কাপড় পরিধান করলেন কিন্তু নলকূবের ও মণিগ্রীব মত্ত অবস্থায় কাপড় না পড়লে, নারদ এই দুই ভাইকে স্থাবরযোনি প্রাপ্ত হওয়ার অভিশাপ দেন এর ফলে এই দুই ভাই বৃন্দাবনে যমলার্জুনরূপে জন্মগ্রহণ করেন পরে শ্রীকৃষ্ণের স্পর্শে শাপমুক্ত হয়েছিল