যযাতি
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে
চন্দ্রবংশীয় রাজা নহুষের পুত্র এঁর দুই স্ত্রীর নাম ছিল- দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী ও দৈত্যরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে দুই পুত্র এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু্য, অনু ও পুরু নামে তিন পুত্র জন্মে।  একবার যযাতি মৃগয়া করতে গিয়ে কুপে পতিত দেবযানীকে উদ্ধার করেন দ্বিতীয়বার যযাতি উক্ত বনে এসে দেবযানীর সাথে পরিচিত হন এবং তাঁকে বিবাহ করেন দেবযানীর অজ্ঞাতে ইনি শর্মিষ্ঠার সাথে মিলিত হয়ে তিনটি পুত্র লাভ করেন বিষয়টি দেবযানী জেনে, শুক্রাচার্যকে বলেন পরে শুক্রাচার্যের অভিশাপে যযাতি জরাগ্রস্থ হন পরে এঁর পুত্র পুরু যযাতির জরা নিজ দেহে নিলে, যৌবন ফিরে পান দেবযানী চরিত্রের সাথে এই বিষয় বর্ণিত হয়েছে।       দেখুন : দেবযানী