অকবজ
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ব্+অ+জ্+অ
উচ্চারণ: [..বোজ্] [ɔ.kɔ.boɟ]
শব্দ-উৎস: বাংলা (উপসর্গ) +আরবি قبض (কবজ)> বাংলা অকবজ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন) কবজ (আয়ত্ত)/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: আয়ত্ত বা অধিকারভুক্ত নয়।

সমার্থক শব্দাবলি:
অনায়ত্ত, অনধিকৃত, অনধিগত।