অঙ্গুলিঠার [ওঙ্‌.গু.লি.ঠার্]
সংস্কৃত ङ्गुलि (অঙ্গুলি)>বাংলা  অঙ্গুলি + দেশী ঠার।

অঙ্গুলি {অঙ্গ্ (গমন করা) + উলি, কর্তৃবাচ্য} + ঠার।
অঙ্গুলির দ্বার ঠার/তৃতীয়া তৎপুরুষ সমাস।
বিশেষ্য।
আঙুলের ইশারা, অঙ্গুলিসঙ্কেত।