আলিঙ্গ
ক্রিয়ামূল (নামধাতু, বিশেষ্যজাত)
সংস্কৃত আ-Öলিঙ্গ (গমন করা) +অ=আলিঙ্গ (বিশেষ্য)>বাংলা Öআলিঙ্গ।

এর ভাবগত অর্থ হলো-আলিঙ্গন করা। এই ক্রিয়ামূলজাত সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছেযেমন কাহ্ন আলিঙ্গআঁ সকল দেহ জুড়ায়িবোঁ/শ্রীকৃষ্ণকীর্তন