বলবতী [ব.লো.বো.তি] [b.lo.bo.t5i]
সংস্কৃত
बलवान (বলবান)>বাংলা
বলবান।
২.অংশ
{√অংশ্ (ভাগ করা) +অ
(অ),,কর্মবাচ্য}
+ল
(লচ্)
+
আ (টাপ্)}।
{স্ত্রীলিঙ্গ।
পুংলিঙ্গ : অংশল}।
বিশেষণ।
অর্থ :
প্রশস্ত স্কন্ধবান আছে এমন বলবতী নারী, সাধারণ অর্থে বলবতী।
সমার্থক শব্দাবলী :
অংশলা, অংসলা, বলবতী।
বিপরীতার্থক শব্দ : অংশল (পুংলিঙ্গার্থে)।
ইংরেজি :
(fem.)
robust, strong।
অংসলা,
ঊর্জস্বতী,
উর্জস্বলা,
উর্জস্বিনী,
প্রবলা,
বলবতী,
বলশালিনী,
বলিনী,
বলীয়সী,
শক্তিমতী,
শক্তিময়ী,
শক্তিশালিনী,
সবলা,
সমর্থা।
২.২. স্কন্ধবতী।