বান্ধ 
বানান বিশ্লেষণ: ব্+আ+ন্+ধ্+অ
উচ্চারণ: [বান্.ধো]  [ban.d̪ʰo]
শব্দ-উৎস: সংস্কৃত Öবন্ধ্ (বন্ধন করা) +অক=বন্ধক>বাংলা বান্ধা>বান্ধ}।
পদ:

১. বিশেষ্য (ভাববাচক) }।
সমার্থক শব্দ : বন্ধন, গ্রন্থন।
শব্দ বিবর্তন:

২. ক্রিয়া।
সমার্থক শব্দ: বন্ধন কর, দৃঢ় কর, সংযমিত কর। [মন বান্ধ]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: বাঁধে, বন্ধন করে। রূপকার্থে পাকায়, প্রস্তুত করে। চর্যাগীতিতে মদ প্রস্তুত করে, মদ ফেনিয়ে তোলে অর্থে ব্যবহৃত হয়েছে।

শব্দ বিবর্তন: