বিআতী
বানান বিশ্লেষণ: ব্+ই+আ+ত্+ঈ
উচ্চারণ:
বি.আ.তি (bi.a.i )

শব্দ-উৎস: সংস্কৃত বিবাহ>প্রাকৃত বিআহ>বাংলা বিআ, বিয়া, বিয়ে।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বিআ (বিবাহ)+তী (যোগ্যার্থে)
পদ: বিশেষ্য
অর্থ: বিবাহযোগ্য কন্যা। তী (বন্ধানার্থে) বিবাহিতা, বধু।
শব্দ বিবর্তন: