বিভক্ত [বি.ভক্.তো] [bi.ɔk.o]
সংস্কৃত विभक्त বিভক্ত>বাংলা বিভক্ত।

বি- ভজ্ (ভাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ : যা ভাগ হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি : অংশিত, বিভক্ত,
বিভাজিত, পৃথককৃত।
বিপরীতার্থক শব্দ : বিভক্তা (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি :  a divided into parts or shares, partioned