বিকট
বানান বিশ্লেষণ: ব্+ই+ক্+অ+ট্+অ
উচ্চারণ:
bi.kɔʈ (বি.কট)

বি‌.কট্ [বি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট কট্ ধ্বনি পৃথক একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। ]

শব্দ-উৎস: সংস্কৃত विकट (বিকট)>বাংলা বিকট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  
অর্থ:
উদাহরণ:


সূত্র :