দায়াদী [দায়্.আ.দি] [d̪a.a.d̪i]
সংস্কৃত दायादी (দায়াদী)>বাংলা  দায়াদী
দায় {
দা (দান করা) + অ (ঘঞ্), ভাববাচ্য।} +আ + দা (দান করা) + অ (ক), কর্তৃবাচ্য।=দা +ঈ (ঈপ্) {স্ত্রীলিঙ্গ । পুংলিঙ্গ: দায়াদ}
দায় (পৈতৃকধন) দা (গ্রহণ) করে যে/উপপদ তৎপুরুষ সমাস +
ঈ (ঈপ্)
১.  পিতার সম্পদ গ্রহণকারী কন্যা, এই অর্থে- দায়াদী। পৈতৃক সম্পদের উপর সন্তানের অধিকার থাকে- এই বিচারে -কন্যা, কন্যাসন্তান।

. বংশগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারী, এই অর্থে-  অংশের অধিকার রাখে এমন নারী অর্থে- অংশিকা,  অংশগ্রাহিকা, অংশধরা, অংশবিবর্তিনী, অংশভাগিনী, অংশলা, অংশহরা,  অংশহারিণী, অংশিকা, অংশিনী, অংসলা, উত্তরাধিকারিণ, ভাগগ্রাহিণী, ভাগের অধিকারিণী।

২.
অংশ {অংশ্ (ভাগ করা)+অ (অচ), ভাববাচ্য} -গ্রাহিণী {গ্রহ্ (গ্রহণ করা) +ইন্ (ণিনি)= অংশ-গ্রাহিন্ +ঈ (ঈপ্)>গ্রাহিণী, কর্মবাচ্য}{স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ : অংশগ্রাহী}
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অপত্য | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ :
বংশগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারিণী
সমার্থক শব্দ :
উত্তরাধিকারিণ, ভাগগ্রাহিণী, দায়াদি
উদাহরণ : কন্যাটি চৌধুরী বংশের একমাত্র অংশগ্রাহিকা

বিপরীতার্থক শব্দ : অংশগ্রাহিকা (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি
heiress