দুহি
বানান বিশ্লেষণ: দ্+উ+হ্+ই
উচ্চারণ: [দু.হি] [u.ɦi]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল Öদুহ্ (দোহন করা)+ইয়া=দুহিয়া>দুহি।
পদ: ক্রিয়া {সকর্মক, সমাপিকা, বর্তমান (সাধারণ, উত্তম পুরুষ-সাধু)}
অর্থ: দোহন করিয়া, দোহন করে।
শব্দ বিবর্তন: