দুখ [দুখ]
[d̪ukʰ]
সংস্কৃত দুঃখ>প্রাকৃত দুক্খ>বাংলা দুখ।
বিশেষ্য {অবস্তুবাচক (মনোভাববাচক)}। ক্লীবলিঙ্গ।
সমার্থক শব্দ :
১. কৃচ্ছ্র, কষ্ট।
২. পীড়া।
৩. ব্যথা। সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী। (সুখ দুখেতেঁ নিচিত
মরিঅই/লুইপাদানাম । চর্যাগীতিকা-১)।
দুখেতেঁ =(দুখ +ত=দুখত +এঁ<এন)}