ঈশ্বর
বানান বিশ্লেষণ: ঈ+শ্+ব্+অ+র্+অ
শব্দ-উৎস: সংস্কৃত ঈশ্বর> বাংলা ঈশ্বর।
উচ্চারণ:
iʃ.ʃɔr [ইশ্.শর্]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ঈশ্(আধিপত্য করা) + বর (বরচ্)
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পরমসত্তা অতিপ্রাকৃতিক সত্তাবিশ্বাসপ্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: ধর্ম মতে এক এবং অদ্বিতীয় পরমসত্তা।
সমার্থক শব্দাবলি: আল্লাহ্, পরমব্রহ্ম।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পুরুষ দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:
বহু-ঈশ্বরবাদী ধর্মসমূহে কোনো বিশেষ শক্তির অধিপতি।
সমার্থক শব্দাবলি: দেবতা

সূত্র :