খোলা
বানান বিশ্লেষণ: খ্+ও+ল্+আ
উচ্চারণ: [খো.লা] [o.la]
শব্দ-উৎস: আরবি তালাক খুল'আ>বাংলা খুলা>খোলা।
পদ:

১. বিশেষ্য (ভাববাচক)
অর্থ: কোনো কিছুর আবদ্ধ দশা থেকে উন্মক্ত করা।
সমার্থক শব্দাবলি:
উন্মুক্ত, খোলা, বন্ধনহীন, বাঁধনছাড়া।
ইংরেজি: Open
যৌগিক শব্দাবলি:
দিলখোলা।

২. পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ: কোনো কিছুর আবদ্ধ দশা থেকে উন্মক্ত করে এমন।
সমার্থক শব্দাবলি:
অকপট, উন্মুক্ত, খোলা, দরিয়া, মুক্ত, সরল।
উদাহরণ: খোলা মন।
ইংরেজি: Open