কুম্ভীর
বানান বিশ্লেষণ : ক্+উ+ম্+ভ্+ঈ+র্+অ।

উচ্চারণ: কুম্.ভির্ (kum.ir)
শব্দ-উৎস:
সংস্কৃত কুম্ভীর>বাংলা কুম্ভীর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কুম্ভিন্ +ঈর্ (প্রেরণ করা) + (অন্)কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: Crocodylus গণের প্রজাতি বিশেষ। এর প্রজাতিগত নাম Crocodylus niloticus
সমার্থক শব্দাবলি: কুমির কুম্ভীর,
শব্দ বিবর্তন: