খণ্ডন [খন্.ডোন্]  
সংস্কৃত खण्ड (খণ্ড)>বাংলা খণ্ড
১.
খণ্ড্ (ভগ্ন করা) +অন্ (ল্যুট), কর্তৃবাচ্য
বিশেষণ।
১.১ যা ছেদন করে, এই অর্থে- খণ্ডক, ছেদক।
১.২. যা বিভাজিত করে, এই অর্থে-ভেদকারক


২. খণ্ডন {
খণ্ড্ (ভগ্ন করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য}
বিশেষ্য।

২.১. নিরাকরণ, অপনয়ন, ভঞ্জন, কর্তন, ছেদন