মোতাবেক
বানান বিশ্লেষণ : ্+ও+ত্+আ+ব্+এ+ক্+অ।
উচ্চারণ:
mu.a.bek (মু.তা.বেক)

শব্দ-উৎস: আরবি مطابق মোতাবেক>বাংলা মোতাবেক।
পদ: বিশেষণ
অর্থ: কোনো বিষয়ের সাথে সমন্বয়েরর উপযোগী
সমার্থক শব্দাবলি: অনুযায়ী, মাফিক, মুতাবেক, মোতাবেক, সম্মত।

যৌগিক শব্দ: এই শব্দটি স্বাধীনভাবে বাংলাতে ব্যবহৃত হয় না। সাধারণত অন্য শব্দের পরে বসে, অন্য শব্দকে বিশেষিত করে। যেমন-