প্রহস্ত
হিন্দু পৌরাণিক কাহিনি মতে ইনি ছিলেন রাবণের প্রধানমন্ত্রী ও মামা। এর পিতার নাম সুমালী ও মাতার নাম কেতুমতী লঙ্কা যুদ্ধের সময় অকম্পন নিহত হলে ইনি রাবণের আদেশে সসৈন্যে বানর বাহিনীর মুখোমুখি হন প্রবল যুদ্ধ শেষে বানর বাহিনীর হাতে পুরো বাহিনীসহ ইনি নিহত হন এঁর পুত্রের নাম ছিল জাম্বুমালী।