ঋষভ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  ঋষ্ (গমন করা) +অভ (অভচ)
২.বিশেষ্য {| অবতার | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | অভিলব্ধি | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে- বিষ্ণুর ২২টি অবতারের মধ্যে এঁর অবস্থান অষ্টম
রাজা নাভিরাজের ঔরসে এবং মরুদেবীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন পিতা-মাতা তাঁর হাতে রাজ্যভার সমর্পণ করে বদরিকাশ্রমে যান এই সময় ইন্দ্র, তাঁর কন্যা জয়ন্তীকে এঁর স্ত্রী হিসাবে প্রদান করেন জয়ন্তীর গর্ভে এঁর শত পুত্র জন্মগ্রহণ করে এর মধ্যে ভরত ছিলেন জ্যেষ্ঠ পুত্রদের ৯ জন ভরতের অনুগত ছিলেন, ৯ জন ছিলেন ভাগবতধর্ম প্রদর্শক অবশিষ্ট ৮১ জন যজ্ঞশীল, বিনীত, বেদজ্ঞ ও ব্রাহ্মণ হন এর কিছুদিন পর ইনি জ্যেষ্ঠপুত্র ভরতকে রাজ্যভার দিয়ে সংসার ত্যাগ করে, উন্মাদের মতো নগ্ন অবস্থায় গমন করে কিছুদিন পর ইনি মৌনব্রত অবলম্বন করে কাটান এই সময় এঁকে অনেকে পাগল মনে করে উত্যক্ত করতো কিন্তু কোন কিছুতেই তাঁর ভ্রূক্ষেপ ছিল না এর কিছুদিন পর ইনি আজগর ব্রত অবলম্বন করে, একাকী ভ্রমণ করতে থাকেন অবশেষে তাঁর দেহত্যাগের ইচ্ছা হওয়ায় ইনি কুটকাচলের উপবনে উপস্থিত হন উক্ত বনে দাবানল সৃষ্টি হলে- ইনি ভষ্মীভূত হন