সুখদুখ
বানান বিশ্লেষণ:
স্+উ+খ্+অ-দ্+উ+খ্+অ
উচ্চারণ:
[সু.খো.দু.খো] [ʃu.kʰo.d̪u.kʰo]
শব্দ-উৎস:
সংস্কৃত সুখ>বাংলা সুখ- সংস্কৃত দুঃখ>প্রাকৃত দুক্খ>বাংলা দুখ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সুখ {√সুখ্ (হৃষ্ট করা) +অ (অচ্)। ভাববাচ্য}+দুখ
সু্খ ও দুখ/দ্বন্দ্ব সমাস
অর্থ: সুখ এবং দুঃখের সমন্বিত মনোগত
দশা।
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ। সুখ দুখেতেঁ নিচিত মরিঅই/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।