তাগড়া [তাগ্.ড়াই]
হিন্দি তাগ্‌ড়>বাংলা তাগড়া, তাগড়াই
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ : গায়ে গতরে মোটাসোট ও শক্তিমান এমন বলশালী পুরুষ- এই অর্থে তাগড়া।
সমার্থক শব্দাবলি : অংশল,
অংসল, বলবান, বলশালী। [সমার্থক শব্দাবলির তালিকা দেখুন: অংশল] 
ইংরেজি :
robust, strong