যোগেশ্বরী
বানান বিশ্লেষণ:
উচ্চারণ:
[জো.গেশ্.শো.রি]
শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
{|
মাতৃকা |
হিন্দু দৈবসত্তা
|
দৈবসত্তা
|
আধ্যাত্মিক সত্তা
|
বিশ্বাস
|
অভিলব্ধি
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনী মতে-
ইনি ছিলেন
অষ্টমাতৃকার
একজন, ইনি মহাদেবের থেকে উৎপন্ন হয়েছিলেন।
অন্ধকের দেহ থেকে নির্গত রক্তধারা থেকে অসংখ্য অসুরের সৃষ্টি হতে থাকলে, এই মাতৃকা
এদের হত্যায় অংশগ্রহণ করেন।