যোগিনী
বানান বিশ্লেষণ:
উচ্চারণ: [জো.গি.নি]
শব্দ-উৎস:
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য {| হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | অভিলব্ধি | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
দুর্গার সহচরী

কোন কোন স্থানে মাত্র আটজন যোগিনীর উল্লেখ পাওয়া যায়
, এঁরা হলেন- শৈলপুত্রী, চণ্ডঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, চণ্ডিকা, কুষ্মাণ্ডী, কাত্যায়নী, মহাগৌরী। অন্যমতে- এরা সংখ্যায় ৬৪ জন।  বিভিন্ন সময় এঁরা দেবীকে সাহায্য করেন  বা তাঁর উপদেশ অনুসারে কাজ করেন এই কারণে, দুর্গাপূজার সময় এই ৬৪ যোগিনীর পূজা করার বিধি আছে। এই মতে- প্রাথমিকভাবে আটজন যোগিনীর নাম উল্লেখ করা হয় এবং প্রত্যেকের যোগিনীর অধীনে আরও আটজন যোগিনীর নাম পাওয়া যায়। যেমন

তিথি বিশেষে যোগিনীরা এক একদিকে অবস্থান করেন এঁদের অবস্থান অনুসারে জ্যোতিষী চক্র অর্থাৎ যোগিনী চক্র নির্ধারণ করা হয় এই অবস্থানগুলো হলো- প্রতিপদ নবমীতে পূর্বদিকে, তৃতীয়া ও একাদশীতে অগ্নিকোণ, পঞ্চমী ও ত্রয়োদশীতে দক্ষিণে, চতুর্থী ও দ্বাদশীতে পশ্চিমে ও পূর্ণিমাতে বায়ুকোণ, দ্বিতীয়া ও দশমীতে উত্তরে, অষ্টমী ও অমাবস্যাতে ঈশানে যোগিনী বাস করেন এক্ষেত্রে নির্দিষ্ট অষ্টযোগিনী হলেন- সুরসুন্দরী, মনোহরা, কনকাবতী, কামেশ্বরী, রতিসুন্দরী, পদ্মিনী, নটিনী, মধুমতী