শব্দোচ্চতা

ইংরেজি : Loudness

শব্দ শ্রবণের করার বিষয়টি নির্ভর করে শ্রোতার শ্রবণ-ক্ষমতার উপর। একজন বধির কোনোই শব্দ শুনতে পাবে না। যে পুরো বধির নয়, কিন্তু স্বাভাবিক শ্রবণক্ষমতা তার নাই। সে শব্দ বেশ আস্তে শুনবে। এই ভাবে ব্যক্তি থেকে ব্যক্তিে শব্দোচ্চতার কমবেশী হবে।

আবার শব্দের উৎপত্তি স্থান থেকে শ্রোতা কাছে বা দূরে থাকতে পারে। বলাই বাহুল্য, শব্দের উৎসের কাছে দাঁড়ানো ব্যক্তির চেয়ে দূরে দাঁড়ানো ব্যক্তটি শব্দ আস্তে শুনবে।