অতি বেগুনি রশ্মি
ইংরেজি: ultraviolet ray

এক প্রকার তড়িৎ-চুম্বকীয় বিকিরণ। এর তরঙ্গদৈর্ঘ্য- দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ১০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার হয়ে থাকে। এর শক্তিসীমা ৩ ইলেকট্রন-ভোল্ট থেকে ১২৪ ইলেকট্রন-ভোল্ট।

তড়িৎ-চুম্বকীয় বিকিরণের সূত্রে প্রাপ্ত রশ্মিসমূহের তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয়, ততই তার শক্তি বৃদ্ধি পায়। মানুষের এর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট, তাই দৃশ্যমান আলোর চেয়ে এর শক্তিও বেশি। এ্‌ই অধিক শক্তির কারণে মানুষের দেহে এই রশ্মি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

শক্তির বিচারে অতিবেগুনী রশ্মিকে নানা ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো-