অভিযান
বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশিত, মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রকাশিত পত্রিকা।

পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর (বৃহস্পতিবার, ১ অগ্রহায়ণ ১৩৭৮)।
পত্রিকাটির সম্পাদক ছিলেন
কবি ও সাংবাদিক সিকান্দার আবু জাফরপত্রিকার নামের নিচে 'বাংলাদেশ সাপ্তাহিক সংবাদপত্র, ঢাকা' লেখা হতো। প্রকাশনার স্থান ঢাকা লেখা হলেও পত্রিকাটির যোগাযোগের অস্থায়ী ঠিকানা ছিল: ৮৪/৯ রিপন স্ট্রিট, কলিকাতা ১৬ । এই সাপ্তাহিকীটিতে উল্লেখ থাকতো- সমকাল মুদ্রায়ণ, ডিআইটি এভেন্যু ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত। দামছিল ৩০ পয়সা এবং পৃষ্ঠা সংখ্যা ছিল ৪-৮-এর মধ্যে।

পত্রিকাটির প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল- সিকান্দার আবু জাফরের গান 'আমাদের সংগ্রাম চলবেই'। পত্রিকাটিতে যুদ্ধের সংবাদ ছাড়াও বিশ্ব রাজনীতি, কবিতা, সাংস্কৃতিক সংবাদ ও অন্যান্য সাধারণ সংবাদও প্রকাশিত হতো।

সূত্র: