অবোধপত্র-বন্ধু
মাসিক সাহিত্য পত্রিকা

১৮৬৩ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ ১২৭০ বঙ্গাব্দ) অবোধবন্ধু নামক মাসিক পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ ঘোষ। কিছুদিন পত্রিকাটি প্রকাশের পর বন্ধ হয়ে গিয়েছিল।

১২৭৩ বঙ্গাব্দের ফাল্গুন মাসে (ফেব্রুয়ারি ১৮৬৭ খ্রিষ্টাব্দ) পত্রিকাটির পুনরায় প্রকাশ শুরু হয়। সেখানে সম্পাদকের
নাম পাওয়া যায় না। তবে স্বত্বাধিকারী তিনিই ছিলেন। ধারণা করা হয়,  এ সময়েও পত্রিকাটির সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ ঘোষ।

পত্রিকাটির দ্বিতীয় ভাগের নবম সংখ্যা (পৌষ ১২৭৫) থেকে স্বত্বাধিকারী হন কবি বিহারীলাল চক্রবর্তী। এ বিষয় পত্রিকটির তৃতীয় ভাগের প্রথম সংখ্যায় (বৈশাখ ১২৭৬) নিম্নোক্ত বিজ্ঞাপন প্রচারত হয়।

পত্রিকাটি কত সংখ্যা চলার পর বন্ধ হয়ে গিয়েছিল, এ বিষয়ে কিছু জানা যায় নি।


সূত্র:

১. অবোধ-বন্ধু পত্রিকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগ।
২. বাংলা সাময়িক-পত্র। প্রথম খণ্ড[ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয়- সাহিত্য-পরিষৎ। মাঘ ১৩৫৪]