অগ্রদূত
বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশিত, মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রকাশিত পত্রিকা। স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের সাপ্তাহিক মুখপত্র হিসেবে তৎকালীন রংপুরের জেলার কুড়িগ্রামের রৌমারী একমাত্র থানা সদর থেকে প্রকাশিত হতো।

১৯৭১ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট (সোমবার, ১৪ ভাদ্র ১৩৭৭ বঙ্গাব্দ), রৌমারী হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল হকের সম্পাদনায় এই পত্রিকাটির প্রকাশনা শুরু হয়েছিল। এর সহ-সম্পাদক ছিলেন মতিয়ুর রহমান আর  ব্যবস্থাপক ছিলেন সাদাত হোসেন (এমএনএ) ও প্রাদেশিক সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রকাশক ছিলেন মোহাম্মদ আলী ছিলেন। পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লে. কর্নেল জিয়াউর রহমান, জেড ফোর্স (উত্তর-পূর্ব সেক্টরের কমান্ডার ১১ নং সেক্টর)।

পত্রিকাটি প্রকাশিত হতো সাইক্লোস্টাইলে। পত্রিকাটির সকল লেখাই দুই কলাম প্রকাশিত হতো। মোট ১৫টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল- ১৯৭১ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট এবং শেষ সংখ্যাটি প্রকাশিত হয়েছিল ৮ ডিসেম্বর ১৯৭১ (মঙ্গলবার, ২২ পৌষ ১৩৭৭)। প্রতি সংখ্যার মূল্য ২০ পয়সা।

এই পত্রিকায় রৌমারী অঞ্চলে মুক্তিযুদ্ধ-সহ অন্যান্য অঞ্চলে বিরাজমান যুদ্ধ-পরিস্থিতি ও মুক্তাঞ্চলের খবরাখবর প্রকাশিত হতো। উল্লেখ্য, রৌমারী দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিসংগ্রামের সময় পাকবাহিনী কখনো দখল করতে পারে নি। এখানেই প্রথম বেসামরিক প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল স্থানীয় মুক্তিবাহিনীর সদস্যরা।


সূত্র: