আলাপনী
সঙ্গীতবিষয়ক পাক্ষিক ও মাসিক পত্রিকা।

এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৯৮ খ্রিষ্টাব্দে (কার্তিক ১৩০৫ বঙ্গাব্দ)। পত্রিকাটির সম্পাদক ছিলেন মন্মথনাথ দে । পত্রিকাটির প্রকাশক ছিল- এস, কে, লাহিড়ী এন্ড কোং। পত্রিকাটি প্রকাশিত হতো- কলকাতার ৩ নম্বর রমানাথ মজুমদার স্ট্রিটের মঙ্গলগঞ্জ মিশন প্রেস থেকে। মুদ্রাকর ছিলেন কে, পি নাথ। এর দাক মাশুলসহ বার্যিক গ্রাহকমূল্য ছিল ১ টাকা ১৪ আনা।

পত্রিকাটি শুরু হয়েছিল পাক্ষিক হিসেবে। ১৩০৭ বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে, পত্রিকাটি মাসিক হয়ে গিয়েছিল। 

পত্রিকাটিতে মূলত গানের স্বরলিপি প্রকাশিত হতো। অনেক সময় বীণাবাদিনী থেকে স্বরলিপি দণ্ডমাত্রিকে রূপান্তর করে প্রকাশ করা হতো। স্বরলিপির পাশাপাশি পত্রিকাটিতে সঙ্গীতবিষয়ক অন্যান্য রচনাও প্রকাশ করা হতো।