আলোচনা
ধর্ম, সমাজ ও নীতি বিষয়ক মাসিক পত্রিকা

১৮০৬-৭ শকাব্দে (১২৯১-১২৯২ বঙ্গাব্দ, ১৮৮৪ খ্রিষ্টাব্দ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশনা সম্পর্কে উল্লেখ ছিল- '২১০/১ কর্ণওয়ালিস ষ্ট্রীট, ভিক্টোরিয়া প্রেসে, শ্রীমণিমোহন রক্ষিত দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। ১৮৮৪-৮৫।' মূল্য ১৷৷৹ দেড় টাকা-ডাক মাশুল ৷৹  আনা

যদিও এই পত্রিকাটির প্রথম পাতায় উল্লেখ ছিল মাসিক পত্রিকা। কিন্তু এই সংখ্যাটি কোন মাসের তার উল্লেখ নেই। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর বাংলা সাময়িক-পত্রে (দ্বিতীয় খণ্ড) প্রকাশের মাসের নাম উল্লেখ আছে ১৫ ভাদ্র। এই গ্রন্থে গগনচন্দ্র 'জীবন-স্মৃতি'র উদ্ধৃতি অনুসারে জানা যায়-
'বন্ধুবর বিপিনচন্দ্র পাল মহাশয়ের নেতৃত্বে আমরাও 'আলোচনা' প্রকাশ করিয়াছিলাম। এই মাসিক পত্রিকার পরিচালনাভার ছিল আমার উপর'।


সূত্র:

১. আলোচনা পত্রিকা প্রথম খণ্ড প্র, দ্বিতীয় ও তৃতীয় ভাগ।
২. বাংলা সাময়িক-পত্র। দ্বিতীয় খণ্ড[ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয়- সাহিত্য-পরিষৎ। জ্যৈষ্ঠ ১৪২৫]